Logo
Logo
×

সারাদেশ

অটোরিকশায় শ্লীলতাহানি, চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিলেন কলেজছাত্রী

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৯:১৩ পিএম

অটোরিকশায় শ্লীলতাহানি, চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিলেন কলেজছাত্রী

বড়লেখায় সিএনজিচালিত অটোরিকশাচালকের পাশের সিটে বসিয়ে এম মুন্তাজিম আলী কলেজের এক ছাত্রীর (১৮) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ সময় নিজের সম্ভ্রম রক্ষা করতে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়ে আহত হয়েছেন ওই ছাত্রী।

মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার বর্নি ইউনিয়নের চানপুর এলাকায় এম মুহিত ব্রিকস ফিল্ডের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত চালক প্রজেশ দাশকে (৪৬) গ্রেফতার করেছে। 

গ্রেফতার প্রজেশ কুলাউড়া উপজেলার মৃত দিরেন্দ্র দাশের ছেলে। এ ঘটনায় আহত ছাত্রীর মামা শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা করেছেন।  

জানা গেছে, ওই কলেজছাত্রীর বাড়ি উপজেলার বর্ণি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। তিনি চানপুর গ্রামে মামার বাড়িতে থেকে এম মুন্তাজিম আলী কলেজে এইচএসসি প্রথমবর্ষে লেখাপড়া করছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে পরীক্ষায় অংশ নিতে তিনি মামার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অটোরিকশা দেখে সিগন্যাল দিলে চালক প্রজেশ দাশ গাড়ি থামান। পেছনের সিটে ধানের বস্তা থাকায় চালক ওই ছাত্রীকে ‘মা’ সম্বোধন করে তার পাশের সিটে বসতে বলেন। সরল বিশ্বাসে ছাত্রীটি সামনের সিটে বসেন। পরে চলন্ত অবস্থায় চালক গিয়ার পরিবর্তনের অজুহাতে কয়েকবার ইচ্ছাকৃতভাবে তার বাম হাতের কুনুই দিয়ে ছাত্রীটির শরীরের স্পর্শকাতর স্থানে খোঁচাতে থাকে। একপর্যায়ে যৌন-নিপীড়ন শুরু করলে সম্ভ্রম রক্ষার্থে ছাত্রীটি চিৎকার দিয়ে চলন্ত সিএনজি থেকে লাফিয়ে পিচঢালা রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। এ সময় পথচারী ও কলেজের ছাত্রছাত্রীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চালককে আটক করেন। অভিযুক্ত চালককে মারধরের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাকে আটক ও অটোরিকশা জব্দ করে।

থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় চালক এক কলেজছাত্রীকে যৌন নিপীড়ন করেছে। ভুক্তভোগীর মামা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম