Logo
Logo
×

সারাদেশ

ইউপি কার্যালয় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গ্রেফতার

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:০৪ পিএম

ইউপি কার্যালয় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নোয়াব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

বিকালে পুলিশ তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মুর্শেদ প্রায় দুই বছর আগে ইতালি চলে যান। নোয়াব মিয়া ওই ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।  তিনি প্যানেল চেয়ারম্যান পদে থাকায় তিনি ওই সময় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও নোয়াব মিয়া মেহারী ইউনিয়ন ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।

কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের বলেন, নোয়াব মিয়া মেহারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি এবং মেহারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালত পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম