Logo
Logo
×

সারাদেশ

বিএনপি সম্পর্কে অপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: প্রিন্স

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৪৮ পিএম

বিএনপি সম্পর্কে অপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি কচুপাতার উপর পানি না যে টোকা দিলেই পড়ে যাবে। বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী ও একই সাথে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। জনগণের ভেতরে এই দলের শেকড়। বিএনপি সম্পর্কে অপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। 

মঙ্গলবার বিকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, নবীন দলের কেউ কেউ  আগামী নির্বাচনে ৪শ আসনের মধ্যে ৩শ আসন নিজেদের দখলে রাখার আর বিএনপিকে ছাড় দিয়ে পঞ্চাশ থেকে ১শ আসন দেওয়ার কথা বলছেন। তাদের বলব এতই যখন আত্মবিশ্বাস, আর দেরি না করে আগামী তিন মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে বলুন সরকারকে। জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যাচাই করুন, দেখুন জনগণ কী চায়।

তিনি বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগকে হাতপাখা দিয়ে বাতাস দিয়ে কেউ কেউ বলছেন ধানের শীষ নাকি মানুষ চেনে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই- ধানের শীষ মানুষ চেনে কিনা, তা আগামী নির্বাচনই বুঝতে পারবেন। পরিস্থিতি অহেতুক উত্তপ্ত করে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করতে  তারা গরম গরম ও হিংসাত্মক বক্তব্য দিচ্ছেন। বিএনপি সেই ফাঁদে পা দেবে না।

পোড়াকান্দুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান, সোলায়মান সরকার আবদুল ওয়াহেদ তালুকদার, জাকিরুল ইসলাম টোটন, গাজিউর রহমান, হুমায়ূন কবীর সরকার, আবদুল মোমেন শাহীন, ইউনিয়ন বিএনপি নেতা আলী হোসেন, জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, সাইদুর রহমান বাদশা, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মওলানা ওবায়দুল্লাহ, জেলা যুবদল নেতা নয়ন মিয়া, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ, ধোবাউড়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন হাসান, পোড়াকান্দুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপন হাসান, যুবদল নেতা বাবুল মিয়া, মোশারফ হোসেন, মোফাজ্জল হোসেন, সবুজ খান, গোলাম রব্বানী, ইমন মিয়া, শওকত হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাটে উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মরহুম জয়নাল আবেদিন ফকিরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা কৃষক দল অয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে যোগ দেন। সেখানে তিনি জয়নাল আবেদিন ফকিরের সততা, দেশপ্রেম ও জনসেবা অনুসরণ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম