Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপির ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১১:০৫ পিএম

সাবেক এমপির ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

গ্রেফতার ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী। ছবি: যুগান্তর

লন্ডনে পালিয়ে থাকা সাবেক এমপি রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ সহযোগী ও ইউপি চেয়ারম্যান ইউনুছ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাহিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।  

গ্রেফতার ইউনুছ তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের প্রয়াত হাজি আব্দুর রহমানের ছেলে এবং ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

জানা যায়, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল পদ থেকে ২০২২ সালে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন করে বিজয়ী হন ইউনুছ আলী। এরপর আওয়ামী লীগ সরকারের শাসনামলে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনের তৎকালীন দলীয় এমপি রণজিত চন্দ্র সরকারের সঙ্গে ব্যক্তিগত সখ্যতা গড়ে তোলেন।  

অভিযোগ রয়েছে, বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী রণজিত চন্দ্র সরকারকে বিজয়ী করার জন্য তাহিরপুরে সহযোগিতা করেন। 

এছাড়া চব্বিশের ছাত্র আন্দোলনে ১৯ জুলাই সিলেট নগরীর দরগাগেট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, এমপিসহ ৮৬ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইউপি চেয়ারম্যান ইউনুছ আলীকে আসামি করা হয়।

২০২৪ সালের ২৬ আগস্ট সিলেটের অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সিলেট মহানগরীর কাজিটুলা এলাকার মাহবুব হোসাইন। মামলায় ৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

মামলার বাদী সিলেট মহানগরীর কাজিটুলা এলাকার মাহবুব হোসাইন জানান, রণজিত চন্দ্র সরকারের নিয়ন্ত্রণে থাকা সব ধরনের চোরাচালান, জাদুকাটা নদীর বালু মহালসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থেকে সিলেট-সুনামগঞ্জ তাহিরপুরসহ বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করেন চেয়ারম্যান ইউনুছ আলী। 

বাদী অভিযোগ করেন, ২০২৪ সালের ১৯ জুলাই সিলেট নগরীর দরগাগেট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনার সময়ও সরাসরি জড়িত ছিলেন ইউনুছ আলী।

ইউপি চেয়ারম্যান ইউনুছ আলীর মা আনোয়ারা খাতুন বলেন, আমার ছেলেকে এলাকার প্রতিপক্ষের লোকজন সিলেটে মিথ্যা, হয়রানিমূলক একটি রাজনৈতিক মামলায় আসামি করিয়েছে। 

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন ইউপি চেয়ারম্যান ইউনুছ আলীকে তাহিরপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তাহিরপুর থানায় ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়ের করা একটি নাশকতার মামলায় তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম