নিজ ঘরের ওয়ারড্রবে মিলল যৌনকর্মীর লাশ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১১:০৫ এএম
তানিয়া। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে তানিয়া (৩০) নামে এক যৌনকর্মীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ তার লাশ নিজ ঘরের ওয়ারড্রব থেকে উদ্ধার করেছে।
নিহত তানিয়া রবিশাল জেলার বন্দর থানার রায়পুর গ্রামের দুলালের মেয়ে। তিনি বেশ কয়েক বছর ধরে দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাস করছিলেন।
বুধবার (২৪ জুন) বিকাল ৫টার দিকে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা গেছে, তানিয়াকে বুধবার সকালেও অনেকে যৌনপল্লীতে স্বাভাবিক চলাফেরা করতে দেখে। এরপর সারাদিন আর দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে কাছের লোকজন। না পেয়ে তানিয়ার বাড়ির মালিক সরোয়ার মন্ডলকে খবর দিলে তিনি এসে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তানিয়ার কক্ষে থাকা ওয়ারড্রবের তালা ভেঙে দেখা যায়, ওয়ারড্রবের মধ্যে তার লাশটি পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ঘাতক পরিকল্পিতভাবে তানিয়াকে হত্যা করে এভাবে লাশ লুকিয়ে রাখেন। উদ্ধারের সময় লাশের গলায় মোবাইল ফোন চার্জের ক্যাবল তার জড়ানো ছিল। এই তার পেচিয়েই তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তারা এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
