স্বামী সৌদিতে, ঘরে মিলল স্ত্রীর গলাকাটা লাশ
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৯:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের জকিগঞ্জে সুজিয়া বেগম সাজন নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামী বর্তমানে সৌদি আরবে রয়েছেন।
বুধবার ভোরের দিকে স্বামীর বসতঘরে স্ত্রী সুজিয়া বেগম সাজনের গলাকাটা লাশ দেখতে পান পরিবারের লোকজন।
খবর পেয়ে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ মর্গে পাঠায়।
সুজিয়া বেগম সাজন (৩৩) বারহাল ইউনিয়নের মাইজগ্রামের দুবাই প্রবাসী মোখতার হোসেনের স্ত্রী ও বিশ্বনাথ উপজেলার রশীদপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে।
সুজিয়া বেগমের স্বামীর পরিবারের লোকজন জানান, বুধবার ভোরে একটি কক্ষে সুজিয়া বেগমের গলাকাটা অবস্থায় রক্তাক্ত শরীর দেখতে পান তার দেবর ও খালাশাশুড়ি। এরপর তারা চিৎকার দিলে প্রতিবেশীরা জড়ো হয়ে পুলিশকে খবর দেন। ঘটনার সময় বাড়িতে সুজিয়ার দেবর ও খালাশাশুড়ি ছাড়া আর কেউ ছিলেন না।
পাশের বাড়ির বাসিন্দা ও সুজিয়ার ননদের ছেলে আব্দুল্লাহ জানান, ১০-১১ বছর আগে তার প্রবাসী মামা মোখতার হোসেনের সঙ্গে সুজিয়া বেগমের বিবাহ হয়। বিয়ের কয়েক বছর পর এই দম্পতির একটি সন্তান জন্ম নিয়ে মারা গেলে সুজিয়া বেগম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাদের ধারণা মানসিকভাবে অসুস্থ সুজিয়া বেগম নিজেই গলা কেটে আত্মহত্যা করতে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, পরিবারের লোকজন সুজিয়া বেগমকে মানসিক ভারসাম্যহীন বললেও আসলে তিনি সুস্থ। মঙ্গলবার সুজিয়া বেগম স্থানীয় গ্রামীণ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে এসেছেন। পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করলে পেছনের রহস্য উদঘাটন হবে।
জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া বলেন, প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত রহস্য বেরিয়ে আসবে।
