ভাতিজার হাতে চাচি খুন, চাচা ও চাচাতো ভাই আহত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৯:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে ভাতিজার ছুরিকাঘাতে চাচি খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক নাজমুল সরকারের (২৭) বাবা জাকির হোসেন সরকারকে আটক করেছে পুলিশ। উভয়পক্ষের মধ্যে মারামারিতে চাচা ও চাচাতো ভাই আহত হয়েছেন।
উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য ও প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান জানান, ধরপাড়া দক্ষিণপাড়া গ্রামের জাকির হোসেন ও তার ভাই আওলাদ হোসেনের মাঝে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ছিল।
তিন মাস আগে জাকির হোসেনের ছেলে নাজমুল সাত-আট ভরি স্বর্ণালংকার আওলাদ হোসেনের ঘর থেকে চুরি করে নিয়ে গেছে বলে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছিল। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনরা একাধিকবার সালিশ বৈঠক করেও কোনো সমাধান করতে পারেননি।
গত মঙ্গলবার দুপুরের পর থেকে নাজমুলের ছেলে নীরব সরকারকে (৬) খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে নাজমুল তাকে জানায়। রাত সাড়ে এগারোটার পর নীরব বাড়ি ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করলে আওলাদের ছেলে শামীমের ঘর থেকে সে বেরিয়ে এসেছে বলে জানায়।
এ নিয়ে বুধবার সকালে উভয়ের বাড়ির মাঝখানের রাস্তায় একটি সালিশ বৈঠক শুরু হওয়ার আগেই তারা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির একপর্যায়ে নাজমুল ছুরি দিয়ে তার চাচি নারগিস আক্তারকে (৪০) বুকে আঘাত করে। উভয়পক্ষের মধ্যে মারামারিতে আওলাদ হোসেন (৫০) ও তার ছেলে শামীম হোসেন (২৮) গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নারগিস আক্তার মারা যান। পরে আওলাদ হোসেন ও শামীম হোসেনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, এ ঘটনায় নাজমুলের বাবা জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
