নিখোঁজ সন্তানকে ফিরে পেতে পিতার আকুতি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:৩৭ পিএম
রাফাত সওদাগর (১৭) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোর বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
|
ফলো করুন |
|
|---|---|
রাফাত সওদাগর (১৭) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোর বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। ৫০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধানও পাওয়া যায়নি। সন্তানকে ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছেন রাফাতের পিতা ও তার পরিবার।
গত ৭ মে ব্রাহ্মণবাড়িয়ার
আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর (সওদাগর বাড়ি) এলাকা থেকে নিখোঁজ হন রাফাত।
রাফাতের বাবা হানিফ সওদাগর জানান, ‘তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে কাউকে কিছু না জানিয়েই বাসা থেকে বের হয় সে। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, আশপাশের বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে খোঁজ করেও রাফাতের কোনো সন্ধান পায়নি।
তিনি জানান, রাফাতের গায়ের
রঙ শ্যামবর্ণ, উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কমলা রঙের
একটি শার্ট এবং কালো রঙের একটি প্যান্ট। সে স্থানীয় ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায়
কথা বলেন।
এদিকে সন্তান হারানোর ঘটনায় গত ১৪ মে রাফাতের বাবা হানিফ সওদাগর আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৫৯৮।
বর্তমানে রাফাতের
মা-বাবা ও পরিবারের সদস্যরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। সন্তান ফিরে
আসবে বলে অপেক্ষার প্রহন গুনছেন।
রাফাতের অবস্থান
সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে ০১৭১৪-২৬৫৬১২ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো
হয়েছে পরিবারের পক্ষ থেকে। অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
