Logo
Logo
×

সারাদেশ

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার এসআই

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০২:৫৩ পিএম

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার এসআই

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মারধরের শিকার হয়েছেন। 

বুধবার (২৫ জুন) রাত ৮টার দিকে ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী নিজেই বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন।  অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রবি (৩৪) ইটাহাটা এলাকার মৃত সোবাহানের ছেলে।

বাসন থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আলী অভিযুক্ত রবিকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় আসামি ও তার পরিবারের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে এসআই মোহাম্মদ আলীকে মারধর করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

বাসন থানার এসআই মো. সজিব জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম