Logo
Logo
×

সারাদেশ

কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা দিল মামুন

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৪:১৫ পিএম

কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা দিল মামুন

ফাইল ছবি

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিয়েছে আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার কারাগারে থেকেই পরীক্ষায় অংশ নেয় ওই শিক্ষার্থী। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কারাভোগ করছে সে।

এই শিক্ষার্থী জেলার বরুড়া উপজেলা পোম্বাইশ গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং উপজেলার আড্ডা কলেজের ছাত্র।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার আব্দুল্লাহিল আল আমিন বলেন, গত ১৬ জুন থেকে কারাগারে আছেন ওই শিক্ষার্থী। পর্নোগ্রাফি আইনে করা একটি মামলার আসামি সে। আবেদনের প্রেক্ষিতে ও আদালতের নির্দেশে কারাগারেই তার পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া পরীক্ষার পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। সে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী।

তিনি বলেন, নির্ধারিত কেন্দ্র থেকে প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালে কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। এদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ও ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর মোট ১ লাখ ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম