ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় রূপালী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে ৮৫ হাজার টাকা জরিমানা ও ব্যবস্থাপক মুঞ্জু মিয়াকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান সূত্র জানায়, বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বেশ কিছুদিন আগে রূপালী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা হয়। শুরু থেকে এ প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হচ্ছিল।
বুধবার সন্ধ্যার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম ও সদর সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
উপস্থিত ছিলেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নূর-ই-শাদী। এ সময় দেখা যায়, ক্লিনিকের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে অব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ে।
এরপর ভ্রাম্যমাণ আদালত ক্লিনিক কর্তৃপক্ষকে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ব্যবস্থাপক মুঞ্জু মিয়াকে আটক করে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। পরে পুলিশ তাকে বগুড়া জেলহাজতে পাঠিয়েছে।
অভিযান শেষে বগুড়া সদর সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদ জানান, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। যেসব প্রতিষ্ঠান বেআইনিভাবে কার্যক্রম পরিচালনা করছে বা মানুষের জীবনের ঝুঁকি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
