Logo
Logo
×

সারাদেশ

শিয়ালের কামড়ে হরিপুরে শিশুসহ আহত ৬, আতঙ্কে গ্রামবাসী

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১০:৩৭ পিএম

শিয়ালের কামড়ে হরিপুরে শিশুসহ আহত ৬, আতঙ্কে গ্রামবাসী

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিয়ালের হঠাৎ আক্রমণে শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার গেদুড়া ইউনিয়নের মেদিনী সাগর  লুহাকাছি গ্রামের কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোহাম্মদ বাচ্চুর ছেলে আল-আমিন (২০), কামরুজ্জামানের মেয়ে রেজুয়া (১), আসাদুলের মেয়ে আদিয়া (৩), কামরুলের স্ত্রী নাশরীন (২২), লিটনের মেয়ে হাবিবা (২১ মাস) এবং রানীশংকৈল উপজেলার এক অজ্ঞাত রাজমিস্ত্রি।

স্থানীয়রা জানান, বাচ্চুর বাড়ির পেছনের আমগাছের নিচে কয়েকজন ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পাশের কবরস্থানের ঝোপ-জঙ্গল থেকে কয়েকটি শিয়াল চুপিচুপি এসে হামলা চালায়। শিশুদের মুখে কামড়ে ধরে টানাহেঁচড়া শুরু করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে শিয়ালগুলো পাশের কবরস্থানে পালিয়ে যায়। ঘটনার পরপরই উত্তেজিত গ্রামবাসী কবরস্থান ঘিরে ফেলে এবং ধাওয়া করে চারটি শিয়াল পিটিয়ে মেরে ফেলে। এরপরও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় কৃষক আব্দুল জলিল বলেন, ছোট ছোট শিশুদের যেভাবে কামড়েছে, এমন ভয়াবহতা আমরা জীবনে দেখি নাই। এখন তো দুপুরেও বাচ্চা বাইরে যেতে দেই না।

গ্রামের নারী মাজেদা খাতুন বলেন, ঘরে-বাইরে শিয়ালের ভয় ঢুকে গেছে। রাত তো দূরের কথা, এখন দিনের বেলাও আমরা ভয় পাই।

গেদুড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল ইসলাম জানান, এটা খুবই দুঃখজনক ঘটনা। বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়েছে। এলাকাবাসীর নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে শিশুরা গুরুতর কামড়ের শিকার হলেও সবাই এখন শঙ্কামুক্ত। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং র‌্যাবিশ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও বন বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বন্যপ্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ। আমরা এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম