মুন্সীগঞ্জে অটোরিকশা উল্টে যাত্রী নিহত
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৩:২০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার টঙ্গীবাড়ী-বালিগাও সড়কের সেগুনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাগর হোসেন (৩৩)। তিনি উপজেলার ধীপুর ইউনিয়নের ডুলিহাটা গ্রামের মো. আওলাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সাগর হোসেন নারায়ণগঞ্জ থেকে ভাড়া চালিত অটোরিকশা নিয়ে তার বসতবাড়ি ডুলিহাটা গ্রামে যাচ্ছিলেন। এসময় ব্যাটারিচালিত অটোরিকশাটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে টঙ্গীবাড়ী উপজেলার সেকুলতলা এলাকায় উল্টে পড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা ৪ জন যাত্রীর মধ্যে সাগর হোসেন অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মুহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোচালককে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
