Logo
Logo
×

সারাদেশ

ইটবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল যুবকের

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৩:৫৩ পিএম

ইটবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল যুবকের

ছবি : যুগান্তর

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রাক উল্টে এর নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ২টার দিকে উপজেলার কিশোরগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশীষ কুমার রংপুরের বদরগঞ্জ উপজেলার কাজিরহাট গ্রামের রমেন চন্দ্র রায়ের ছেলে।

জানা যায়, তারাগঞ্জ থেকে ইটবোঝাই করে ট্রাকটি কিশোরগঞ্জ যাচ্ছিল। ট্রাকটিতে তিনজন শ্রমিক ছিল। যানটি কিশোরগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আশীষ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম