Logo
Logo
×

সারাদেশ

লাকসামে ফুটবল খেলায় হোসাইনীর আগমনে জনতার ঢল

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১০:৫৬ পিএম

লাকসামে ফুটবল খেলায় হোসাইনীর আগমনে জনতার ঢল

কুমিল্লার লাকসামে ফুটবল খেলায় শিল্পপতি বিএনপি নেতা ড. রশিদ আহমেদ হোসাইনীর আগমনে জনতার ঢল নেমেছে। শুক্রবার বিকালে তিনি লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ মাঠে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষের ঢল নামে।

ড. রশিদ আহমেদ হোসাইনী ৯০ দশকের ছাত্র নেতা এবং সাবেক ডাকসু সদস্য। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক। বর্তমানে বিজিএমইএ’র পরিচালক ও মহাসচিব, বিজিএমইএ ফোরাম। তিনি নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এদিকে হোসাইনীর বক্তব্য শোনার জন্য লাকসাম মনোহরগঞ্জের বিভিন্ন গ্রামের লোকজন ছুটে আসেন। এতে ওই ফুটবল খেলায় জনতার উপচে পড়া ঢল নামে। 

পশ্চিমগাঁও যুব সমাজ কর্তৃক আয়োজিত ওই ফুটবল ফাইনাল খেলায় বাঘবাড়ী বনাম মুসলিমপাড়া প্রতিযোগিতা করে। এতে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল পাশা ছিদ্দিকী রাকিব। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, নবাব ফয়জুন্নেসা কলেজের প্রফেসর ফখরুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য একেএম আতিকুর রহমান লিটন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সাঈদ এবং নবাব ফয়জুন্নেসা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মজুমদার প্রমুখ। 

এ সময় খেলার শুরুতে প্রধান অতিথির বক্তব্যে হোসাইনী বলেন, ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদকের বিরুদ্ধে ফুটবল। খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে অপসংস্কৃতি এবং মাদক দূর করতে হবে। বিগত দিনে ফ্যাসিবাদ চক্র খেলাধুলার গুরুত্ব কমিয়ে মাদকের প্রবণতা বাড়িয়েছে। রুগ্ন সমাজ সংস্কারে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্য নির্ভর জাতি গঠনে গুরুত্ব দিচ্ছে। একটি সমৃদ্ধ জাতি গঠনে যুবসমাজকে দক্ষ এবং শক্তিশালী মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। 

তিনি বলেন, আজকে মানুষের বিপুলসংখ্যক উপস্থিতি দেখে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। লাকসাম-মনোহরগঞ্জের মানুষের ভালোবাসায় আমি সব সময় কৃতজ্ঞ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম