‘রথযাত্রার মধ্য দিয়ে অশুভ শক্তির বিদায় হবে’
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১০:৫৯ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে দানিয়াপাড়া শ্রীশ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে সিরাজদিখান পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ রথযাত্রার আয়োজন করা হয়। শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের সহযোগিতায় আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
তিনি বলেন, রথযাত্রার মধ্য দিয়ে সব ধরনের অশুভ শক্তির বিদায় ঘটবে। সম্প্রীতির মেলবন্ধন তৈরি হবে সব ধর্ম-বর্ণের মানুষের।
২৭ জুন ২০২৫ হতে ৫ জুলাই পর্যন্ত ৯ দিনব্যাপী রথযাত্রার উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি।
এরপর হিন্দু ধর্মাবলম্বীরা বাদ্যযন্ত্রের তালে তালে দানিয়াপাড়া শ্রীশ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দির হতে সুসজ্জিত রথ টেনে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সিরাজদিখান থানা রোডের সন্তোষপাড়া গৌর নিতাই মন্দিরে গিয়ে যাত্রা শেষ হয়।
এছাড়া উপজেলার মালখানগর, রাজানগর, মধুপুর ঋষিপাড়া রাঙ্গামালিয়া গিরিগঞ্জ জগন্নাথ দেবের মন্দিরের উদ্যোগেও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। রথযাত্রা চলা অবস্থায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
রথযাত্রা অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক ছিল সিরাজদিখান থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।
