Logo
Logo
×

সারাদেশ

প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১১:২১ পিএম

প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইশরাত জাহান হাসি (২১) নামে রাজশাহী কলেজের এক ছাত্রী। এ ঘটনায় প্রেমিক নাহিদ ইসলামকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে নগরীর হেতেমখা কাস্টমস অফিস মোড়ের একটি বাসায় এ ঘটনা ঘটে। সকালে ইশরাতের লাশ উদ্ধার করে পুলিশ। 

মৃত ইশরাত রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্রী। অভিযুক্ত নাহিদ রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, নাহিদ ও ইশরাতের বাড়ি নাটোরে। তাদের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের মনোমালিন্যের কারণে রাতে প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইশরাত। সকালে লাশ উদ্ধারের সময় নাহিদ ইশরাতের মেসের সামনেই ছিল। সেখান থেকেই তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

ওসি জানান, এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় নাহিদকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম