Logo
Logo
×

সারাদেশ

সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

‘সড়ক চাই, সড়ক চাই-দ্বিতীয় কোনো কথা নাই’

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১১:৩৭ পিএম

‘সড়ক চাই, সড়ক চাই-দ্বিতীয় কোনো কথা নাই’

ছবি: যুগান্তর

‘সড়ক চাই, সড়ক চাই-দ্বিতীয় কোনো কথা নাই’– এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ৫নং ওয়ার্ড বড়পাড়া-পুরাডিয়া গ্রামে দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকাল ৪টায় টৈটং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বড়পাড়া-পুরাডিয়া এলাকার সচেতন নাগরিক সমাজ।

কর্মসূচিতে অংশ নেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ তুহিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী সায়েম খান বাপ্পি, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রহমত উল্লাহ, সীরাতুল মোস্তাকিম ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রহিম উল্লাহ, পুরাডিয়া জামে মসজিদের খতিব মাওলানা আতাউল করিম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিছবাহ উদ্দিন আসিফ এবং অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আবু শামাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, বড়পাড়া পুরাতন মাদ্রাসা থেকে আহলিয়া বালিকা মাদ্রাসা পর্যন্ত সড়ক এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়ক দীর্ঘ দেড়যুগ ধরে অবহেলিত। এসব রাস্তায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদায় পথচলা দুর্বিষহ হয়ে ওঠে। শিক্ষার্থীরা প্রতিদিন কষ্ট করে স্কুল-কলেজে যায়, রোগী পরিবহণে সমস্যা হয়। জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস পর্যন্ত প্রবেশ করতে পারে না।

দ্রুত সড়ক সংস্কারের দাবি তারা বলেন, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দীর্ঘদিন ধরে অবগত করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেই। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছে সাধারণ জনগণ।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন বক্তারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম