Logo
Logo
×

সারাদেশ

পাবনা-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০২:৩১ এএম

পাবনা-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর মোটর মালিক-শ্রমিকদের উপর্যুপরি স্বেচ্ছাচারিতা এবং শ্রমিকদের মারধরসহ মহাসড়কে নানা প্রতিবন্ধকতার প্রতিবাদে পাবনা থেকে ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য দুরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

পাবনা মোটর মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতিসহ তিনটি সংগঠন ধর্মঘটের ডাক দেওয়ায় পাবনা- ঢাকা রুটে দুরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল থেকে পাবনা থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি এবং ঢাকা থেকেও কোনো বাস পাবনায় আসেনি। এতে করে যাত্রীদের চরম ভোগান্তিসহ জনজীবনে অচলাবস্থা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাবনা, ঈশ্বরদী, বেড়া, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরসহ পাবনা জেলা থেকে প্রতিদিন কমপক্ষে দেড়শ বাস যমুনা সেতু হয়ে ঢাকা-পাবনা রুটে চলাচল করে। নিয়ম অনুযায়ী জেলা মোটর মালিক গ্রুপ নিজ জেলার বাসের সড়ক রুট ও চেইন নিয়ন্ত্রণ করে থাকে। কিন্ত শাহজাদপুর মালিক ও শ্রমিক সমিতির নেতারা এই নিয়মনীতি ভঙ্গ করে এবং যমুনা সেতুর আধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রায়ই শাহজাদপুর থেকে পাবনার বাস চলাচলে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

ইতোমধ্যে শাহজাদপুর মালিক-শ্রমিকরা পাবনার চাটমোহর, বাঙ্গুড়া ও ফরিদপুরের বাসগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় বেড়া উপজেলার বাসগুলো তাদের নিয়ন্ত্রণে নেয়ার জন্য জোর জবরদস্তি শুরু করে। এতে বাধা দেওয়ায় এবং শৃঙ্খলা ভেঙ্গে তাদের একটি বাস ছেড়ে দেওয়ার প্রতিবাদ করায় বৃহস্পতিবার পাবনার বাসগুলো তারা শাহজাদপুরে বন্ধ করে দেয় এবং শ্রমিকদের মারধর করে।

পাবনা মোটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম বলেন, পাবনার বাসগুলোকে শাহজাদপুরের মালিক-শ্রমিকরা আগে যেতে দেয় না। বৃহস্পতিবার শাহজাদপুরের নবীন বরণ নামক একটি বাস সমিতির নিয়ম না মেনে ছেড়ে দেয়। এসময় পাবনার একটি বাসটি ছাড়ার সময় ছিল। কিন্তু নিয়ম না মেনে আগেই নবীর বরণ পরিবহনটি ছেড়ে দেয়। এতে প্রতিবাদ করলে পাবনার কয়েকজন শ্রমিককে মারধর করা হয়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই অন্যায় ও নির্যাতন করা হচ্ছে। এর সুরাহা না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।

পাবনা মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, বারবার কথা দেওয়ার পরও শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার গাড়িতে হামলা চালাচ্ছে, তাদের হামলায় পাবনার শ্রমিকরা আহত হচ্ছেন।  প্রশাসনের হস্তক্ষেপে এর স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত বাস চালানো সম্ভব নয়। এর আগেও অনেক বার তাদের স্বেচ্ছাচারিতা ও শ্রমিকদের মারধরের ঘটনায় ধর্মঘট হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম