মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস আইল্যান্ডে, পথচারী নিহত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৫:০০ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার মিরপুরের টেকনিক্যাল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস আইল্যান্ডে (সড়ক বিভাজক) উঠে যাওয়ায় এক পথচারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মিরপুর বাঙলা কলেজের এক শিক্ষার্থীও আহত হয়েছেন। পিরোজপুরে বিয়ের বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত হয়েছেন এক বরযাত্রী। এছাড়া দুর্ঘটনায় ছয় স্থানে আরও সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর কেরানীগঞ্জ ও রমনায় মোটরসাইকেল আরোহীসহ দুজন, মুন্সীগঞ্জে বাইকচালক, বগুড়ায় ব্যবসায়ী এবং নীলফামারী, যশোর ও ময়মনসিংহে তিন যুবক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা ও হাজারীবাগ : নিহত পথচারীর নাম আনিসুজ্জামান। তিনি পাবনা সদর উপজেলার চর শিবরামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এসবি সুপার ডিলাক্স নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে গেলে আনিসুজ্জামান বাসের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাফিক পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার শরীফ-উল-আলম বলেন, বাসটি গাবতলীর দিক থেকে টেকনিক্যাল মোড় হয়ে বাঙলা কলেজের সামনে এসে ইউটার্ন নিয়ে কল্যাণপুর অথবা গাবতলীর দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু টেকনিক্যাল মোড়ের কাছাকাছি এসে বাসটি আইল্যান্ডের ওপরে উঠে যায়। বাসচালকের দাবি, বাসের ব্রেক ফেল করলে দুর্ঘটনাটি ঘটে। এদিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বৃদ্ধ লাল চাঁনের মৃত্যু হয়েছে। তিনি কেরানীগঞ্জের পিল বাগুই এলাকার বাসিন্দা এবং রহমত আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটে। এছাড়া রমনা থানার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রাইভেট কারের ধাক্কায় যুবক তাজুল ইসলামের মৃত্যু হয়েছে। তিনি একটি বায়িং হাউজে চাকরি করতেন। বৃহস্পতিবার বিকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর : নাজিরপুর সড়কের ব্রাহ্মণকাঠি এলাকায় বিয়ের বাস ও অটোরিকশা সংঘর্ষে বরযাত্রী হান্নান হাওলাদার নিহত এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার বিকালে পিরোজপুর শহর থেকে বিয়ের বাসটি বরযাত্রী নিয়ে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে যাচ্ছিল। আর অটোরিকশা নাজিরপুর থেকে পিরোজপুর আসার পথে ব্রাহ্মণকাঠি এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বরযাত্রী হান্নান মারা যান। হান্নান সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকার কাদের হাওলাদারের ছেলে। পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আমরা ২৪ জনকে চিকিৎসা দিয়েছি। ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়া : শিবগঞ্জে পিকআপচাপায় ব্যবসায়ী নান্নু আকন্দ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মহাস্থান কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নান্নু আকন্দ শিবগঞ্জ উপজেলার গুজিয়া জয়নাবাজ গ্রামের বাসিন্দা। তিনি গুজিয়া বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।
মুন্সীগঞ্জ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক রাকিব হোসেন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। শুক্রবার মধ্য রাত থেকে সকাল ১০টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ (নীলফামারী) : ট্রাক উলটে যুবক আশীষ কুমারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ পেট্রোল পাম্পসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আশীষ রংপুরের বদরগঞ্জ উপজেলার কাজিরহাট গ্রামের রমেন চন্দ্র রায়ের ছেলে।
যশোর : যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক শিহাব সিকদারের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। শিহাব সিকদার নড়াইল জেলা সদরের দক্ষিণ নড়াইল গ্রামের বাসিন্দা এবং জিল্লুর শিকদারের ছেলে।
মুক্তাগাছা (ময়মনসিংহ): মুক্তাগাছায় বন্ধুদের সঙ্গে বাজারে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যুবক কাওসার। উপজেলার রামভদ্রপুর বাজারে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাওসার উপজেলার খেরুয়াজানী ইউপির হরিপুর দেউলি গ্রামের লিটন মিয়ার ছেলে।
