Logo
Logo
×

সারাদেশ

শিবচরে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৯:১২ এএম

শিবচরে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে স্বামীর পরকীয়া ও পারিবারিক কলহের জেরে জমেলা (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জমেলার চার বছর বয়সি একটি ছেলে রয়েছে।

শুক্রবার রাতে শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিবরায়ের কান্দি গ্রামের সোনামিয়া খানের মেয়ে জমেলার সঙ্গে পাঁচ বছর আগে ফরিদপুর জেলার ছেলের সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সি একটি ছেলে রয়েছে। প্রথম দিকে তাদের দাম্পত্য জীবন ভালো চললেও মাঝেমধ্যে ছোটখাটো ঝগড়া হতো, যা আবার মিটেও যেত।

পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে জমেলার স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েন এবং কিস্তির টাকা পরিশোধ না করে সেই টাকা অন্য নারীদের পেছনে খরচ করতেন। এই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ মারাত্মক আকার ধারণ করে। মঙ্গলবার রাতেও এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানান।

এরই জের ধরে, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে জমেলা নিজ ঘরের দরজা বন্ধ করে দেন। অনেকক্ষণ সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সন্দেহবশত দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জমেলাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শিবচর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

শিবচর থানার ওসি মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি একটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম