Logo
Logo
×

সারাদেশ

বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৪:০৫ পিএম

বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

প্রতীকী ছবি

কুষ্টিয়ার সদর উপজেলায় বাস ও বালুবাহী ট্রাকের মাঝে পড়ে হাফিজুর রহমান নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পুরাতন হাইওয়ে থানার সামনের  কুষ্টয়া-ঝিনাইদহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমানের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি কুষ্টিয়া হাইওয়ে পুলিশ বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, সকালে সেখানে আমাদের একটি টিম সেখানে কাজ করছিল। ১০ চাকার ট্রাক বালু নিয়ে কুষ্টিয়া থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। যান দুটি পুরাতন হাইওয়ে থানার সামনের পৌঁছালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই কনস্টেবল হাফিজুর রহমান মারা যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম