পরিত্যক্ত পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৬:২৯ পিএম
নিহত লাবিব পত্তনদার। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নিখোঁজের ১০ ঘণ্টা পর বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর থেকে ৬ বছরের শিশু লাবিব পত্তনদারের লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি হতে বের হয়ে আর ফেরেনি ওই শিশু। খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার ভোরে পাশের পুকুরে মৃতদেহ পাওয়া যায়। সে ওই গ্রামের প্রবাসী হারুন পত্তনদারের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে বের হলে সায়েম নামে এক যুবক তাকে ডেকে নেয়। এরপর কোনো খোঁজ না পেয়ে শিশুর মা চম্পা আক্তার সায়েমকে সন্দেহ করে ডেকে নেয়। তার ছেলের বিষয়ে জানতে চাইলে কোনো কথা না বলে পালিয়ে যায়। এরপর হতে ওই পরিবারের সন্দেহ বাড়ে। এরপর থেকে শুরু হয় খোঁজাখুজি।
ভোর ৪টার দিকে পাশের একটি পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে শনিবার দুপুরে ময়নাতদন্ত করতে ঢাকা স্যার সল্লিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শিশুর মা চম্পা আক্তারের অভিযোগ, টাকার জন্য আমার ছেলেকে নিয়ে হত্যা করেছে। সায়েম তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি সন্দেহ করেন। তাই ঘটনার পর হতে সায়েম পলাতক রয়েছে। সায়েম হোসেন (২২) কেরানীগঞ্জের কলাতিয়ার জসিম উদ্দিনের ছেলে। বর্তমানে সে বাহ্রা নানা কফিল উদ্দিনের বাড়িতে থাকে। তার নামে মাদক কেনাবেচাসহ নানা অভিযোগ আছে বলে জানান ওই গ্রামের বাবু মিয়া।
এ বিষয়ে সায়েমের নানা কফিল উদ্দিনের মোবাইলে একাধিবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
চম্পা বলেন, থানায় মামলা করতে এসেছেন। তার ছেলেকে হত্যার পর গুম করার পরিকল্পনা করে দুবৃর্ত্তরা। আমি এসব খুনিদেরও বিচার চাই।
নবাবগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আজগর হোসেন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
