Logo
Logo
×

সারাদেশ

ঢাবিতে ভর্তি হলেন প্রতাপ উড়াং, হতে চান বিসিএস ক্যাডার

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৭:৫৮ পিএম

ঢাবিতে ভর্তি হলেন প্রতাপ উড়াং, হতে চান বিসিএস ক্যাডার

প্রতাপ উড়াং। ছবি: সংগৃহীত

চুনারুঘাটের চা শ্রমিকের সন্তান প্রতাপ উড়াং। তিনি চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। 

প্রতিবছর হবিগঞ্জের চুনারুঘাটের চা বাগানের ছেলে-মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পা রাখছেন। এবার তিনি এ কাতারে সামিল হলেন। 

প্রতাপ উড়াং জানান, তিনি বড় হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে চান। বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করতে চান।   

গত সপ্তাহে প্রতাপ উড়াং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্রাডেজি এন্ড লিডারশিপ ডিপার্টমেন্টে ভর্তি হন। প্রতাপ উপজেলার নালুয়া চা বাগানের প্রেম উড়াংয়ের ছেলে। তার বাবা নালুয়া চা বাগানের ফ্যাক্টরিতে কাজ করেন।  

চা বাগানের একজন শ্রমিকের মজুরি এখনো মাত্র ১৭৮ টাকা। এ টাকা দিয়ে মৌলিক চাহিদাগুলো পূরণ করা তাদের জন্য অত্যন্ত কষ্টের। 

এর মধ্যেও চা শ্রমিকদের জীবনে আলোর বিচ্ছুরণ ঘটছে। চা শ্রমিকের সন্তানরা শত কষ্টের মধ্যেই আলোর সন্ধানে এগিয়ে যাচ্ছেন। 

প্রতাপ উড়াং ২০২২ সালে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল থেকে এসএসসি ও ২০২৪ সালে মদন মোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম