শ্রীপুরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোঁড়ার ভিডিও ভাইরাল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১২:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরের পিস্তল উঁচিয়ে ধরে গুলি ছোঁড়া এক তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ জুন) ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।
গুলি ছোঁড়া ওই তরুণের নাম তেহিম মাদবর
(১৮)। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের আসাদুজ্জামান মাতবর জামাল
ওরফে জামাল ডাক্তারের ছেলে। ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছে তেহিম।
অভিযোগ রয়েছে, ওই তরুণ স্থানীয় কিশোর গ্যাংয়ের
লিডার। শনিবার সকালের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি আপলোড করেন তেহিম।
পরে ভিডিওটি ভাইরাল হয়। শনিবার দুপুরের দিকে ওই ভিডিওটি নিজের অ্যাকউন্ট থেকে মুছে
ফেলেন তেহিম।
এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই
তেহিমের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ তুলেছেন।
পুলিশ বলছে, গুলি ছোঁড়ার ভিডিওটি তাদের
নজরে এসেছে। পুলিশের একাধিক টিম ওই তরুণকে আটক করতে মাঠে নেমেছে।
স্থানীয় বাসিন্দা কলিম উদ্দীন মাতবর জানান,
দুদিন আগে সঙ্গীদের নিয়ে তার চুরি করে তেহিম। এ ঘটনায় তেহিমের সঙ্গে তার বাগবিতণ্ডা
হয়। একপর্যায়ে তেহিম পিস্তল দিয়ে মেরে ফেলার ভয় দেখাই তাকে। পরে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে
মীমাংসায় বসে তারা। এরপরও তেহিম কলিমকে হুমকি দিয়ে বলে তার স্কুল পড়ুয়া মেয়েকে টুকরো
টুকরো করে হত্যা করা হবে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি নির্মাণাধীন
ভবনের ছাদে ফুলহাতা কালো শার্ট পরা তরুণ আকাশের দিকে তাক করে ডান হাতে পিস্তল থেকে
গুলি ছুড়ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তেহিম একটি
কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়। এলাকায় জমি দখল থেকে মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা
অপকর্ম করে বেড়ায় গ্যাংটি।
শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক
বলেন, ‘বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশের একাধিক সিভিল টিম পাঠানো হয়েছে। আপাতত
অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। তদন্ত জানা গেছে গুলি ছোঁড়ার ঘটনাটি আরও দুই
থেকে তিন মাস আগের।
