নির্মাণাধীন ভবনে মিলল রাজমিস্ত্রির হাত-পা বাঁধা লাশ
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০১:১২ পিএম
ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার তিতাস উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের রায়পুর গ্রামের পশ্চিমপাড়ার দীন ইসলামের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. মোস্তফা মিয়া (৪৮)। পেশায় রাজমিস্ত্রি মোস্তফার
বাড়ি রংপুর মাহিগঞ্জ থানায়। তিনি তিতাসে থেকে কন্ট্রাক নিয়ে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা ও দুই শ্রমিক নির্মাণাধীন বাড়িটির
কাজ করছিলেন। রোববার সকালের দিকে ভবনটির দ্বিতীয় তলায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে
খবর দেওয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এদিকে রোববার সকাল থেকেই নিখোঁজ রয়েছেন মোস্তফার সঙ্গে কাজ করা দুই শ্রমিক।
স্থানীয়দের ধারণা, ওই দুই শ্রমিকই মোস্তফা মিয়াকে হত্যা করে পালিয়েছে। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে
বলে জানা গেছে।
তিতাস থানার এসআই কাউছার বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল
থেকে নিহতের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি কম্বল দিয়ে মুড়িয়ে রাখা
ছিল। ধারণা করা হচ্ছে, নিখোঁজ দুই শ্রমিক মোস্তফাকে হত্যা করে পালিয়ে গেছে।’
