|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের ইসলামপুরে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্যকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনার দুর্গমচর জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম (৫০) ওই এলাকার মৃত তয়বুর খন্দকারের ছেলে ও ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) ছিলেন।
কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান জানান, রাত দেড়টার দিকে আমার কাছে ফোন আসে- রহিম মেম্বারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপর আমি থানায় যোগাযোগ করি এবং পুলিশ যমুনা নদী পাড়ি দিয়ে ভোর ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরও জানান, প্রায় ২০-২৫ জন দুর্বৃত্ত প্রথমে প্রশাসনের লোক পরিচয় দিয়ে রহিম মেম্বারকে ঘরের বাহিরে আসতে বলে। পরে রহিম মেম্বার ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। এ সময় পরিবারের বাধা উপেক্ষা করে রহিম মেম্বারকে হত্যা করে বাড়ির উঠানেই ফেলে রেখে যায়।
তিনি আরও বলেন, জিগাতলা যেহেতু নদীবেষ্টিত এলাকা, সেহেতু দুর্বৃত্তরা ইঞ্জিনচালিত নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছে ও রহিম মেম্বারকে হত্যা করে খুব দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান জানান, স্থানীয় বিএনপি নেতার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ইউপি সদস্য আব্দুর রহিমের মরদেহ উঠানে পড়ে থাকতে দেখে। পরে সুরতহাল শেষে রোববার সকালে মরদেহ ইসলামপুর থানায় আনা হয় এবং পরবর্তীতে তা ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।
