Logo
Logo
×

সারাদেশ

ব্যারাকে পুলিশ সদস্যের মৃত্যু

Icon

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১০:২৩ পিএম

ব্যারাকে পুলিশ সদস্যের মৃত্যু

মাধবদী থানায় কর্মরত মোহাম্মদ দুলাল তালুকদার নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে মাধবদী থানার ব্যারাকে ঘুমের মধ্যে মারা যান তিনি।

দুলাল তালুকদার (৫১) কিশোরগঞ্জ জেলার বড়বাগ গ্রামের মৃত এলাহী তালুকদারের ছেলে। তিনি ১৯৯৩ সালের ২৯ এপ্রিল কনস্টেবল পদে যোগদান করেন। দুলাল তালুকদার এক স্ত্রী তিন মেয়ের জনক।

পুলিশ সূত্রে জানা গেছে, দুলাল তালুকদার ফজরের নামাজ পড়ে ব্যারাকের বিছানায় শুয়ে থাকেন, পরে দুপুর ১টার দিকে পাশের বিছানায় থাকা কনস্টেবল রাকিব থানায় ডিউটি করার জন্য ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। পরে ব্যারাকে থাকা আরও পুলিশ সদস্য দুলালকে ডাকতে থাকেন কিন্তু কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে তারা ধারণা করেন তিনি ঘুমের মধ্যে মারা গেছেন। বিষয়টি থানার ওসিকে অবগত করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, থানায় কর্মরত কনস্টেবল দুলাল তালুকদার আনুমানিক দুপুরে ১টার দিকে ঘুমের মধ্যে মারা যান। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে তাদের নির্দেশে দুলাল তালুকদারের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। সম্প্রতি তিনি নরসিংদী জেলার মাধবদী থানায় যোগ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম