Logo
Logo
×

সারাদেশ

কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে বেনাপোল বন্দর অচল

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১০:৪৭ পিএম

কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে বেনাপোল বন্দর অচল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে বেনাপোল বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

শাটডাউনের কারণে বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনের মতো রোববার (২৯ জুন) সকাল থেকে ও আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে বেনাপোল কাস্টমস হাউস খোলা থাকলেও কোনো কর্মকর্তার উপস্থিতি দেখা যায়নি। বন্ধ রয়েছে শুল্কায়নের  কার্যক্রমসহ সব ধরনের কাজকর্ম।

শুল্কায়নের কার্যক্রম বন্ধ থাকার কারণে সরকার এ বন্দর থেকে প্রতিদিন প্রায় ২৫ কোটি টাকার ও অধিক রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। স্থবির হয়ে পড়েছে বেনাপোল বন্দর। চিরচেনা বন্দরে নেই কোনো কোলাহল। রাস্তাঘাট সব ফাঁকা অবস্থা বিরাজ করছে।

এদিকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার কারণে দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, এনবিআরকে ভেঙে দুই ভাগে বিভক্ত করা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে আন্দোলন করে আসছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গত ২৫ তারিখ এক প্রেস নোটের মাধ্যমে জানিয়েছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করা না হলে ২৮ জুন থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে। তারই ধারাবাহিকতায় তাদের এ আন্দোলনের কারণে আজ দুই দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে। 

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার জানান, কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনের কারণে বেনাপোল বন্দর দিয়ে শনিবার ও রোববার সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ সময়ে বেনাপোল বন্দর থেকে ভারতীয় খালি ট্রাকগুলো সে দেশে ফেরত যেতে পারবে বলে তিনি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম