দৃষ্টিপ্রতিবন্ধি বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০২:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রায়পুরে দৃষ্টপ্রতিবন্ধি হযরত আলী দেওয়ানকে (৭৫) কুপিয়ে হত্যার অভিযোগে নিহতের ছেলে মামুন দেওয়ানকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। ঘটনার ২০ দিন পর রোববার রাতে (২৯ জুন) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১১ জুন সন্ধ্যায়
রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা বাজার এলাকায় বসতঘরের
সামনে বৃদ্ধ হযরত আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করে তারই মাদকাসক্ত ছেলে মামুন। ঘটনার
পরদিন নিহতের বড় ছেলে শাহ আলম (৪৫) বাদী হয়ে ছোট ভাই মামুনকে আসামি করে হত্যা মামলা
করেন।
এলাকাবাসী জানায়, হযরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন দীর্ঘদিন ধরে মাদক
সেবন করে আসছিল। হযরত আলীর দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে মামুন সবার ছোট। গত পাঁচ বছর
ধরে মামুন মাদকাসক্ত।
গত ১১ মে সন্ধায় মামুন তার বাবা হযরত আলীর সঙ্গে টাকা ও খাবার নিয়ে বাগবিতণ্ডায়
জড়ায়। একপর্যায়ে বসতঘরের সামনে ছেলে মামুন ধারালো দা দিয়ে মাথার ডান দিকের অংশে কুপিয়ে
জখম করে। পরে ঘটনাস্থলেই কৃষক হযরত আলীর মৃত্যু হয়। এ সময় পরিবারের শিশু সদস্য নাতিন
এগিয়ে আসলে চিৎকার দিলে তাকেও ধাওয়া করে। মামুনকে আটকের চেষ্টা করা হলে তিনি দ্রুত
দা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ
সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, রোববার রাতে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে হত্যা
মামলার আসামি মামুনকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে রায়পুর থানা পুলিশের কাছে
সোপর্দ করা হয়েছে।
রায়পুর থানা পুলিশের ওসি বলেন, ‘হত্যা মামলার আসামিকে লক্ষ্মীপুর আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
