Logo
Logo
×

সারাদেশ

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৪:০৪ পিএম

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ছবি : যুগান্তর

‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ফলে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।

সকালে মাছ ভর্তি পাঁচটি পিকআপ এবং আটা ও ময়দাবাহী তিনটি ট্রাক বন্দরে আসে। এতে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করে।

আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষ সূত্র জানায়, কর্মবিরতিতে থাকায় শনিবার ও রোববার এ দুদিন কোনো ধরণের ব্যবসায়িরক কাগজপত্রে স্বাক্ষর করা হয়নি। ফলে ওই দুইদিন কমপ্লিট শাটডাউনে ছিল আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিনটেনডেন্ট মো. বেলাল হোসাইন জানান, কর্মসূচি প্রত্যাহারের ঘোষণায় সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঁচটি মাছের গাড়িতে করে প্রায় ২৫টন এবং তিনটি ট্রাকে করে প্রায় ৯০ টন আটা ও ময়দা ভারতে রপ্তানি হয়েছে।

আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, কমপ্লিট শাটডাউনের কারণে শনিবার সকাল থেকে বন্দরের ব্যবসায়ীরা বিল অব অ্যান্টি সাবমিট না করাই বাণিজ্য বন্ধ ছিল। কিন্তু আজ সকাল থেকে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য ফের শুরু হওয়ায় স্বাভাবিক গতি ফিরছে বন্দরে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম