Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৮:৪৭ পিএম

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস এবং চকলেট জব্দ করেছে বিজিবি।

সোমবার (৩০ জুন) ভোরের দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করেছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোরের দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা রঙ্গারচর ইউনিয়নে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় তারা ৪ হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২ পিস কসমেটিকস সামগ্রী ও ২০ হাজার ১২০ পিস চকলেট জব্দ করে; যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামসহ পুলিশ ও বিজিবি সদস্যরা।

লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালিয়ে পরিত্যক্ত গুদাম থেকে ভারতীয় শাড়ি ও কসমেটিকসের চালান জব্দ করে; যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৫ কোটি টাকা। গত এক মাসে বিজিবি সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম