হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১০ নারী-পুরুষ আটক
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলীতে অবস্থিত তিতাস আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ১০ জন নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ২টার দিকে এএসআই আবদুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ হোটেলটিতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হোটেলের বিভিন্ন কক্ষে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৪ জন নারী ও ৬ জন পুরুষকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জুনেদ মিয়া (২৭), আরিফুর রহমান (২৭), রিয়াদ (২৬), চমক আলী (৪১), সমর আলী (৫০), শাহআলম (৩১) ও চার নারী।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মানবপাচার আইনে মামলা হবে।
