খাবার কেনার সময় শিশুকে নিপীড়ন, মুদি দোকানি আটক
খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় খাবার কিনতে গেলে এক শিশুকে (৭) যৌন নিপীড়নের অভিযোগে জাফর আলী (৫৬) নামের এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে চাকুয়া ইউনিয়নের লেপশিয়া গ্রামের সুন্দরপুর নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
খালিয়াজুরি থানার ওসি মো. মকবুল হোসেন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত জাফর আলীকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ জুন) দুপুরে মেয়েটি বাড়ির পাশে জাফর আলীর মুদির দোকানে খাবার কিনতে যায়। জাফর আলী দোকানটি তার বসত ঘরের সামনে। এ সময় লোকজন না থাকায় জাফর আলী শিশুটিকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় বলে অভিযোগ উঠেছে। পড়ে শিশুটির ডাক-চিৎকারে স্থানীয় লোকজন চলে এলে জাফর আলী তাকে ছেড়ে দেন। পরে শিশুটি কান্নাকাটি করে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের লোকজন জাফরের বাড়িতে গিয়ে এ ঘটনার তার আত্মীয়-স্বজনের কাছে বিচার চাইলে উল্টো ওই শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে বাজে ব্যবহার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে শিশুটির বাবা সন্ধ্যায় মামলা করেন। মামলায় জাফরকে আসামি করা হলে পুলিশ তাকে গ্রেফতার দেখায়।
শিশুটির বাবা বলেন, আমার মেয়েকে ওই মুদি ব্যবসায়ী শ্লীলতাহানি করেছে। বিচার চাইতে গেলে তিনি ও তার লোকজন উল্টো ভয়ভীতি দেখানোসহ হুমকি দেয়। এ ঘটনার মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমি আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
