Logo
Logo
×

সারাদেশ

‘মব জাস্টিসরা স্বৈরাচারের দোসর’

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১০:৫৩ পিএম

‘মব জাস্টিসরা স্বৈরাচারের দোসর’

ছবি: যুগান্তর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মব জাস্টিসের মাধ্যমে বিচার নিজের হাতে তুলে নিলে দেশে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে না। শান্তি ফিরে আসবে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে, সুশাসনের মাধ্যমে। যে কারণে স্বৈরাচার পালিয়েছে। 

তিনি বলেন, ঠিক একই জিনিস যারা পুনরাবৃত্তি করার চেষ্টা করে। মনে রাখতে হবে তারা স্বৈরাচারের দোসর ও ষড়যন্ত্রকারী। তাদের সবাই মিলে ঐক্যবন্ধভাবে রুখে দিতে হবে।

সোমবার (৩০ জুন) বিকালে দিনাজপুরের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে উপজেলা শাখা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান ওরফে রাজা মাস্টার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অনেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম