ইজিবাইকের ধাক্কায় আ.লীগ নেতার মৃত্যু
পেকুয়া ও কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের পেকুয়ায় ইজিবাইকের ধাক্কায় মোহাম্মদ নাছির উদ্দিন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
রোববার রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেকুয়া-মগনামা বানৌজা সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত নাছির সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত জাফর আহমদের ছেলে। তিনি পেকুয়া সদর ইউনিয়ন ২ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাছির সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে পেকুয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় মগনামা থেকে আসা একটি ইজিবাইক তাকে পেছনে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর জেনেছি। নিহতের পরিবার আইনি সহায়তা চাইলে, তা দেওয়া হবে।
