ছাত্রদল সভাপতির বিরুদ্ধে জাসদ কর্মীকে হত্যার অভিযোগ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:১২ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে জমির (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, পূর্ব শত্রুতার জেরে ছাত্রদল নেতার হাতুড়ি পেটায় মারা গেছেন জমির।
সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের
মিটন মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জমির ওই গ্রামের মৃত আব্দুর রহমানের
ছেলে। তিনি জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। আর অভিযুক্তের নাম অনিক
মাহমুদ। তিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে রয়েছেন।
মিরপুর থানার ওসি মো. মমিনুল ইসলাম এসব
তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব
শত্রুতার জেরে সোমবার দুপুর আড়াইটার দিকে মিটন গ্রামের মসজিদের কাছে অনিক মাহমুদের
নেতৃত্বে জমিরের ওপর হামলা চালানো হয়। হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে জখম করা হয়।
পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ‘দুপুরে পূর্ব
শত্রুতার জেরে স্থানীয় মসজিদের কাছে জাসদ কর্মী জমিরকে হাতুড়ি-হকিস্টিক দিয়ে পেটানো
হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।’
