Logo
Logo
×

সারাদেশ

জীবন্ত গাছে জ্বলছে আগুন, উড়ছে ধোঁয়া

Icon

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০২:২৬ পিএম

জীবন্ত গাছে জ্বলছে আগুন, উড়ছে ধোঁয়া

ছবি : যুগান্তর

কুড়িগ্রামের চিলমারীতে জীবন্ত গাছের আগুন জ্বলার ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা দেখতে উৎসুক জনতার ভিড় জমাচ্ছে গাছটির পাশে। অনেকে ধারণা করছেন, বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আবার অনেকে এটিকে অলৌকিক ঘটনা বলে ধারণা করছেন।

উপজেলার রমনা ইউনিয়নের রমনা বাজার রেলওয়ে স্টেশনের বিশাল আকৃতির একটি শিল কড়ই গাছের ভেতরে এ আগুন জ্বলছে।

জানা গেছে, মঙ্গলবার ভোরে রমনা রেলওয়ে স্টেশন জামে মসজিদে ফজরের নামাজ শেষে মুসল্লিরা স্টেশন প্ল্যাটফর্মের নিচে থাকা অর্ধশতাধিক বছর বয়সের একটি শিল কড়ই গাছের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখেন। এ সময় মুসল্লিরা বালতিতে করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাছের বিভিন্ন ছিদ্র ও গোড়া দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পানি দেওয়ার পর আগুনের লেলিহান শিখা কিছুটা কমলেও পরবর্তীতে গাছের বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে দিয়ে ধোঁয়া বেরিয়ে আসতে থাকে।

সরেজমিনে দেখা গেছে, রমনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের পাশে থাকা একটি বিশাল আকৃতির শিল কড়ই  গাছের গোড়ার ছিদ্র দিয়ে ভেতরে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এছাড়াও গাছটির বিভিন্ন শাখা প্রশাখার ছিদ্র দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে।

গাছে অগ্নিকাণ্ড দেখতে আসা স্থানীয় জনি মিয়া, সংগ্রাম, মিজানুর রহমানসহ অনেকে জানান, ভোরবেলা থেকে গাছটিতে আগুন জ্বলতে দেখা গেছে।

এদিকে, গাছের ভেতরে আগুন জ্বলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকসহ রেলওয়ে ও বন বিভাগ কর্তৃপক্ষ।

ইউএনও সবুজ কুমার বসাক বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেলওয়ে ও বন বিভাগ কর্তৃপক্ষকে গাছের আগুন নেভাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম