Logo
Logo
×

সারাদেশ

ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে মাদ্রাসাছাত্রী নিহত, নিখোঁজ ২

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০২:৩০ পিএম

ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে মাদ্রাসাছাত্রী নিহত, নিখোঁজ ২

ছবি : যুগান্তর

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শাপলা বেগম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী মারা গেছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী।

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলা দত্তেরবাজার খেয়াঘট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাপলা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের নাম মাঈনুদ্দীনের মেয়ে। সে বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়তো।

নিখোঁজেরা হলেন, ওই গ্রামের মতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৭) ও হাবিব মিয়া ছেলে আরিফ (৭)। নিখোঁজ দুই শিশু গফরগাঁওয়ে বিরই নদীর এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, দত্তেরবাজার খেয়াঘট সংলগ্ন এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে তিন মাদ্রাসা ছাত্র-ছাত্রী নিখোঁজ হয়। পরে শাপলা নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধারে অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম