Logo
Logo
×

সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০২:৩২ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে আ. সামাদ আকন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা বাদশাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পেশায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক সামাদ ওই গ্রামেরই মৃত করিম আকনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাদ আকন প্রতিদিনের মতো সোমবার রাতে তার ইজিবাইকটি নিজ বাড়িতে চার্জে লাগিয়ে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে বৃষ্টির সময় চার্জে থাকা অবস্থায় ইজিবাইক থেকে হঠাৎ একটি বিকট শব্দ হয়। শব্দটি শুনে সামাদ ঘর থেকে দ্রুত বেরিয়ে এসে গাড়ির অবস্থা দেখতে যান এবং সেটি স্পর্শ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আঞ্জুমান আরা বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম