ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৮:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৬ যাত্রী সাঁতরে তীরে উঠতে সমর্থ হলেও নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে এবং অপর দুই শিশু নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চর আলগি (নদীর ওপারে) থেকে ৯ শিক্ষার্থী গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরই নদীরপাড়ে অবস্থিত দাখিল মাদ্রাসায় যাচ্ছিল। তারা ছোট ডিঙি নৌকা দিয়ে পার হচ্ছিল। মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় ৬ জন সাঁতরে পাড়ে উঠে আসতে পারলেও নিখোঁজ থাকে নবম শ্রেণির এক শিক্ষার্থী ও দুই শিশু।
খবর পেয়ে বেলা ১১টার দিকে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। সে ৯ম শ্রেণির ছাত্রী। তার নাম শাপলা, ১৪ বছর। পিতার নাম মাইনুদ্দিন।
তবে দুই শিশুর লাশ এখনো পাওয়া যায়নি। তাদের ১ জন মুক্তার মিয়ার ছেলে জোবায়ের (৬) এবং অপরজন হাবিব মিয়ার ছেলে আবির (৫)। তারা সবাই পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চর আলগি গ্রামের অধিবাসী।
পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনার পর এলাকাবাসীর সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই শিশুকে উদ্ধারে কাজ করছে।
