রাতে খাওয়ার পর ঘুমিয়ে ছিলেন দম্পতি, সকালে মিলল স্বামীর ঝুলন্ত লাশ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৮:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের কালিহাতীতে রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে ছিলেন দম্পতি। সকালে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কালিহাতী মমিননগর জামতলা গ্রামে পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বুধবার সকাল ৯টার দিকে পুলিশ ফেরদৌস হাসানের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
মৃত ফেরদৌস হাসান উপজেলার রামপুর গ্রামের হারুন হাসানের ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া করে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান। বুধবার ভোর ৪টার দিকে ঘরের ধন্নার সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পান স্ত্রী। লাশ দেখে ডাকচিৎকারে স্থানীয়রা এসে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
কালিহাতী থানার এসআই সুকান্ত জানান, খবর পেয়ে ঘরের ধন্না থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
