Logo
Logo
×

সারাদেশ

নালিতাবাড়ীতে নারী ধর্ষণে অভিযুক্ত জালাল গ্রেফতার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৯:২৭ পিএম

নালিতাবাড়ীতে নারী ধর্ষণে অভিযুক্ত জালাল গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজারে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে শেরপুর জেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক জালাল মিয়া (৩৫) পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জালালের বিরুদ্ধে গত ২৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বারোমারী বাজারে ওই নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় বাজারের পাহারাদার রেজাউল করিমসহ কয়েকজন তাকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি তাকে ছাড়িয়ে নেন বলে অভিযোগে জানা গেছে।

খবর পাওয়ার পর ২৮ জুন শনিবার পুলিশ ভুক্তভোগী ওই নারীকে হেফাজতে নিয়ে ২৯ জুন রোববার ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

এ ঘটনায় পাহারাদার রেজাউল করিম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকেই জালাল মিয়া পলাতক ছিলেন।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, অভিযুক্ত আসামি জালাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠান। ভুক্তভোগী নারীকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম