Logo
Logo
×

সারাদেশ

বুড়িচংয়ে টিসিবির ১৪শ লিটার তেল জব্দ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১০:৪১ পিএম

বুড়িচংয়ে টিসিবির ১৪শ লিটার তেল জব্দ

কুমিল্লার বুড়িচংয়ে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে টিসিবির ১ হাজার ৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের কাউসারের মুদি দোকান থেকে এসব তেল জব্দ করা হয়।

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টিসিবির পণ্য মজুত ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় উপজেলার আবিদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কাউসারের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৭৯ কার্টনভর্তি ১ হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়; যার মূল্য এক লাখ ৪২ হাজার ২০০ টাকা।

ব্যবসায়ী কাউসার জানান, জেলার আদর্শ সদরের একটি বাজার থেকে ক্রয় করে বিক্রির জন্য তিনি এসব সয়াবিন তেল মজুত রেখেছিলেন। অভিযানে টিসিবর পণ্য মজুত ও বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে অভিযুক্তকে ২ হাজার টাকা জরিমানা ও তেলগুলো জব্দ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, টিসিবির এই তেল কিভাবে ব্যবসায়ীর কাছে এলো, কোন ডিলারের বরাদ্দকৃত তেল এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া জব্দকৃত তেলগুলো নিয়ম অনুসারে বিতরণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম