Logo
Logo
×

সারাদেশ

সিলেটে বাড়ছে ডেঙ্গু ও করোনার সংক্রমণ, কোভিডে মৃত্যু ১

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১০:৪৯ পিএম

সিলেটে বাড়ছে ডেঙ্গু ও করোনার সংক্রমণ, কোভিডে মৃত্যু ১

সিলেট বিভাগে একযোগে বাড়ছে ডেঙ্গু ও করোনাভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য বলছে, দুই রোগেই আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোট ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন। জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী সিলেট জেলায় আক্রান্ত ১০ জন, হবিগঞ্জে ১৪ জন, সুনামগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ৩ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

অপরদিকে করোনা সংক্রমণও বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে ২৮ জুন মারা যান একজন। ফলে চলতি বছরে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে। 

গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগজুড়ে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে, যেখানে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪২২টি। বর্তমানে ৩ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম