Logo
Logo
×

সারাদেশ

দলের দুই নেতা ও সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে জেলা বিএনপি সভাপতির মামলা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১১:২৫ পিএম

দলের দুই নেতা ও সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে জেলা বিএনপি সভাপতির মামলা

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। ফাইল ছবি

সংবাদ প্রকাশ ও তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির জেরে নিজ দলের দুই নেতা ও সাংবাদিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

বুধবার (২ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে দায়ের করা মামলাটি ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ধারার আওতায় আমলে নিয়ে আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছমি উদ্দিন।

মামলায় অভিযুক্তরা হলেন—‘ডিজিটাল অগ্রযাত্রা’ নামের একটি অনলাইন গণমাধ্যমের প্রতিবেদক মেহেদী হাসান পলাশ, টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা ও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সুলতান আহামদ ও ইমান হোসাইন, এবং একই গণমাধ্যমের প্রতিনিধি খাঁন মঈন উদ্দিন ও ফাহিম হাসান সাদিক।

আইনজীবী ছমি উদ্দিন বলেন, ‘সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে অভিযুক্তরা চাঁদা দাবি করেছিল। দাবিকৃত অর্থ না পাওয়ায় প্রতিশোধমূলকভাবে গত ৪ জুন ‘ডিজিটাল অগ্রযাত্রা’ অনলাইন পোর্টালের ফেসবুক পেজে একটি মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়।’

‘সংবাদটিতে দাবি করা হয়, ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী ফ্যাসিস্ট নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছেন শাহজাহান চৌধুরী। সেখানে সুলতান আহামদ ও ইমান হোসাইন নামের দুই ব্যক্তির সাক্ষাৎকারও সংযুক্ত করা হয়।’

তবে বাদীপক্ষের দাবি, এ দুই ব্যক্তির সঙ্গে শাহজাহান চৌধুরীর কোনো ব্যক্তিগত বা আর্থিক সম্পর্ক নেই। মূলত বিএনপি এবং ব্যক্তিগতভাবে তাকে হেয় করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম