স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার হুমকি, আসামি গ্রেফতার
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০২:১৮ পিএম
মো. জাকির হোসেন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি মো. জাকির হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জাকির উপজেলার রাধানগর গ্রামের গাজীউর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে বুধবার ঢাকা জেলার ধামরাই থানাধীন বালিথা এলাকা থেকে আসামি জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।
গত ২৪ জুন সাটুরিয়া থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা। ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একজন দিনমজুর।
মেয়েটির মা অভিযোগে জানান, গত ১৭ জুন তাদের বাড়িতে খেলাধুলা করছিল মেয়েটি। এ সময় তার চাচাতো ভাই জাকির হোসেন নানা কৌশলে তাকে ঘরে ডেকে নেয়। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয়।
ভয়ে মেয়ে চুপ থাকলেও পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে রোববার (২২ জুন) সে পুরো ঘটনা পরিবারকে জানায়।
এরপর মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে তাকে ভর্তি করা হয়।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
