Logo
Logo
×

সারাদেশ

খেলার সময় পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৭:৫৪ পিএম

খেলার সময় পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৬) মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। একই গ্রামের কবির হোসেনেরও সম্পর্কে ভাগ্নে হয় আকিব। গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেনের (৫) সঙ্গে খেলাধুলায় ব্যস্ত ছিল আকিব। খেলাধুলার ফাঁকে একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায় বলে জানান স্থানীয়রা।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তানভীর হোসেনের বাবা কবির হোসেন জানান, খেলাধুলার একপর্যায়ে পানিতে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম