বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, হতাহত ৮
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:১৪ পিএম
ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের চকরিয়ায় বাস রাস্তার পাশের খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের
গয়ালমারা নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারের দিকে যাচ্ছিল
হানিফ পরিবহণের একটি বাস। বাসটি হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় পৌঁছালে যানটির নিয়ন্ত্রণ
হারিয়ে ফেলেন এর চালক। পরে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই
বাসের দুই যাত্রী প্রাণ হারান। আহত হন অন্তত ছয়জন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
তারা উদ্ধার অভিযানে অংশ নিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
যায়।
এ দুর্ঘটনার জেরে মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। উদ্ধার
কাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।
চিরিংগা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন বলেন, ‘দুর্ঘটনার পর আহতদের
উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের লাশ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের
কাছে হস্তান্তর করা হবে।
