Logo
Logo
×

সারাদেশ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাকচালকসহ নিহত ২

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ পিএম

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাকচালকসহ নিহত ২

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকচালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ট্রাকচালক আফরান ফকির ও তার সহকারি ইয়াসিন মোল্লার মৃত্যু হয়। এ সময় অপর ট্রাকের চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

শুক্রবার (৪ জুলাই) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ট্রাকচালক আফরান ফকির (৩৫) খুলনা ফুলতলা উপজেলার দামুদার গ্রামের একরাম ফকিরের ছেলে ও চালকের সহকারি ইয়াসিন মোল্লা (১৮) গোপালগঞ্জের মৌলভপাড়র শ্যামল মোল্লার ছেলে।

কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক রোমান মোল্লা জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারা বোঝাই করে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। 

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছলে তাদের ট্রাক সহ অন্য একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ওই ট্রাকের চালক আফরান ও তার সহকারি ইয়াসিন মোল্লাসহ অন্য একটি অচল ট্রাকের চালক ঘটনাস্থলে দাঁড়িয়ে ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন। 

এ সময় একটি যাত্রীবাহী বাস এসে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ দুর্ঘটনায় ট্রাক চাপা পড়েন ইয়াসিন ও চালক আফরান এবং অন্য ট্রাকচালক গুরুতর আহত হন। 

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। 

শুক্রবার সকালে উলটে পড়া ট্রাক সরানোর সময় গাড়ির নিচ থেকে ট্রাকের চালক আফরানের লাশ উদ্ধার করে পুলিশ। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম